এবং লক্ষ্য করলাম কি নেই এখানে। সবজির বস্তা, ডিমের খাচি, মুরগির খাঁচা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম ভুল করেছি ট্রলারে এসে। লোকাল জানতাম কিন্তু এতোই লোকাল তা বুঝিনি। অনেক কষ্টে গিয়ে উঠলাম ট্রলারে কিন্তু একি বসবো কোথায় ফয়েজ বললো আপু জায়গা পেলেই বসে যান।