cropped-cropped-BD-Travels-01-Copy.png

চিনি মসজিদ

চিনি মসজিদ সৈয়দপুর উপজেলায় অবস্থিত। চিনি মসজিদের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। মসজিদটি ইট ও সুরকি দিয়ে নির্মিত। দেওয়ালের ওপর চিনামাটির থালার ও কাচের ভগ্নাংশ বসিয়ে কারুকাজ করা হয়েছে। পদ্ধতিটি চিনি করা বা চিনি দানার কাজ করা বলে পরিচিত। সেই থেকেই মসজিদটির নাম হয়েছে চিনি মসজিদ মসজিদ।ছবিগুলো তুলেছেন সৈয়দ জাকির হোসেন।

চীনা মাটির থালার ভগ্নাংশ দিয়ে মসজিদটি মোড়ানো বলে একে অনেকে চীনা মসজিদও বলে থাকে।

মসজিদের দেওয়ালে কারুকাজ হিসেবে ফুলদানি, ফুলের ঝাড়, একটি বৃন্তে একটি ফুল, চাঁদ–তারা ইত্যাদি খচিত রয়েছে।

 কীভাবে যাওয়া যায়: চিনি মসজিদ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। সৈয়দপুর রেলওয়ে স্টেশনে নেমে রিকশায় করে চিনি মসজিদ যাওয়া যায়।

prothomalo bangla 2023 02 0fa97efc b990 4f63 b776 f777de251013 IMGL1574 1

Leave a Reply

Note: Comments on the web site reflect the views of their authors, and not necessarily the views of the bookyourtravel internet portal. You are requested to refrain from insults, swearing and vulgar expression. We reserve the right to delete any comment without notice or explanations.

Your email address will not be published. Required fields are signed with *